*Windows Setup from HDD*
গ্রুপে সবচেয়ে বেশি পরিমাণ পোস্ট আসে
উইন্ডোজ রিলেটেড সমস্যা নিয়ে। নতুন ইউজারেরা সবচেয়ে বেশি ঝামেলায় পরেন
উইন্ডোজ সেটআপ করতে গিয়ে, এমনকি অনেকে টাকার বিনিময়েও দোকান থেকে অপারেটিং
সেটআপ করে নিয়ে আসেন। আর সফটওয়্যার ফেইলিওর রিলেটেড সকল সমস্যার সহজ সমাধান
“ভাই উইন্ডোজ দেন” :D
.
আজ কথা বলবো ডিভিডি বা পেনড্রাইভ
ছাড়া, হার্ড ড্রাইভ (HDD or SSD) থেকে কি করে অপারেটিং মানে উইন্ডোজ সেট আপ
করবেন সেই প্রসেস নিয়ে। এর সুবিধা হলো, আপনি যদি BIOS সেটআপ করতে না ও
জানেন তবু এই প্রসেস এ সেটআপ দিতে পারবেন। তবে অবশ্যই মনে রাখবেন, চলছে এমন
পিসি থেকেই এই প্রসেস এ উইন্ডোজ দেয়া যায়। উইন্ডোজ ক্রাশ করেছে বা অন
হচ্ছে না, এমন পিসিতে এই প্রসেস কার্যকর না। কারণ একটা সফটওয়্যার ইন্সটল
করতে হবে এই প্রসেস এ সেটআপ দিতে। ভিডিওতে আমি ধাপে ধাপে প্রসেস টা দেখিয়ে
দিয়েছি। আশা করছি একদম নতুন ইউজারেরাও এটা দেখে সেটআপ করতে পারবেন।
.
*যারা ভিডিও গাইডলাইন দেখে সেটআপ করতে চান তারা এই অংশ স্কিপ করে যেতে পারেন*
.
প্রথম
ধাপে মাইক্রোসফট ওয়েবসাইট থেকে লেটেস্ট উইন্ডোজ টেন ISO ফাইল ডাউনলোড করতে
হবে। এবার একটি ড্রাইভের সব কিছু একটি ফোল্ডার করে তার ভেতর রাখুন। এই
ড্রাইভে ডাউনলোড করা উইন্ডোজ ISO ফাইলটি কপি করে রাখুন। মনে রাখবেন সরাসরি
ড্রাইভটাতেই কপি করবেন। কোন ফোল্ডারে ঢোকাবেন না। এরপর Extract করুন।
আমাদের প্রথম ধাপ সমাপ্ত।
.
Windows 10 ISO file Download Link: [https://www.microsoft.com/en-gb/softw...](https://www.youtube.com/redirect?q=https%3A%2F%2Fwww.microsoft.com%2Fen-gb%2Fsoftware-download%2Fwindows10&v=McuPoWAYW6E&event=video_description&redir_token=JlHQKKS24jruB71Xkg8ccGpevql8MTU5MzAxNTQ2M0AxNTkyOTI5MDYz&fbclid=IwAR25VchO9m530OCKIHHSdXQWOGKCoCpcANiD7nHK__UOgwls6UyqwtMUufQ)
.
দ্বিতীয় ধাপে Easy BCD ডাউনলোড করতে হবে।
Download Easy BCD from here [http://easybcd.findmysoft.com/download/](https://www.youtube.com/redirect?event=video_description&v=Fa_nOmlwe1A&q=http%3A%2F%2Feasybcd.findmysoft.com%2Fdownload%2F&redir_token=bhsNCQ17UkDV-HSPNFhmGukoHvV8MTU5MzA5NTIyMEAxNTkzMDA4ODIw)
.
Easy
BCD ডাউনলোড হলে ইন্সটল করে ওপেন করুন। এরপর Add New Entry তে ক্লিক করে
Portable/External Media এর আন্ডারে WinPE ট্যাবে ক্লিক করুন। এরপর Path এর
পাশের আইকনে ক্লিক করে ডাউনলোড করা Windows ISO ফাইলটি যে ড্রাইভে রেখেছেন
সেখান থেকে sources ফাইলে ঢুকে boot.wim সিলেক্ট করে Open এ ক্লিক করুন।
এবার Path এর পাশের প্লাস বাটনে ক্লিক করলে একদম নিচে দেখাবে NST WinPE
Image added to the boot menu successfully! ব্যাস কাজ শেষ। বুঝতে সমস্যা
হলে ভিডিও দেখুন।
.
এবার পিসি রিস্টার্ট করলে সরাসরি ওপেন না
হয়ে পিসি জানতে চাইবে কোন বুট অপশন থেকে উইন্ডোজ রান করাবেন। আমাদের তৈরী
করা NST WinPE Image সিলেক্ট করে দিন। ব্যাস শুরু হয়ে গেল সেটআপ প্রসেস।
এবার ইন্সট্রাকশন অনুযায়ী উইন্ডোজ সেটআপ কমপ্লিট করুন।
.
*ভিডিও গাইডলাইন*
পূর্বশর্ত
১. ভিডিওটি আগে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, যদি মনে হয় পারবেন তবেই শুরু করুন,
ভিডিওর লিংকঃ [https://youtu.be/Fa_nOmlwe1A](https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fyoutu.be%2FFa_nOmlwe1A%3Ffbclid%3DIwAR3Z5l3ZGjCr7Fru0VgQWAcBIHaozaDDHCrJvW48h-aedeFMSsuCAghi7bc&h=AT3uU8x2O_Bjib0gESAk4WEwMMQLcSWIJCHscmwcbd7UiptcD9yBADgtAwwFFHmbblg4F5b7K2_tQnVvqXk81NakuyW3HS80wvv8fd0Ovfi-tmdjsRYQE5g6rbQoq85l3mKw_0P0CudJwxhvG1hFmhkidirCgZwbyRsegFw4v7Vto7AEN_duZfWfoExFgN1tYZcC8AaIJsn1a9efRxj6EgTYsFBo4UzhKa6gvL4CacAcbPn03yFrhcIOvUTspPuXq2T1R1ODE4oF8b0DV12HT3b-bE5hthCkwwsHgn9dkFsgesOOYI_QnHOuhR5cmM0krkRo4k2LcARmqPyyaDifoBvI7ZpbT1TWOoGDro4Wwj_tLrh6qEQkywVjQRrQpyn38e_taPRXX0-5i7OZ7V_IR6_4wMPKFnkeFc5Dq8l2I25ByiQ0kfIY5gQnV0qXEDxo8mdM7y1ImOugywf9jDm9o0BC3Bb41VJHlOfOk_adQ8fja8VpPyXx-xf1ZcbYjYZPsD7wqR7Vm6GW19qzyq0UdUd9d1KDzTWDseDhS7KnoQwmDiHM-hqUdc9HRk0qQClIbFy2D99SJ4pt0blU3x42eNowP3okfNwnmw4w1aBXvneGacVUPEYXbBu2BxMs)
২. এবার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া লিংক থেকে iso file আর Easy BCD ডাউনলোড করে নিন,
৩. আবার ভিডিওটি দেখুন এবং ভিডিওর সাথে সফটওয়্যার মিলিয়ে সব অপশন পাচ্ছেন কিনা সেটা বুঝে নিন,
৪. কোন সমস্যায় না পরলে সেটআপ প্রসেস শুরু করুন
.
আশা
করছি নতুনেরাও খুব সহজেই এবার লেটেস্ট উইন্ডোজ টেন ইন্সটল করতে পারবেন।
এরপরও কোথাও বুঝতে অসুবিধা বা কোন প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করুন। আমি
বুঝিয়ে বলার চেষ্টা করবো।
.
সো প্রযুক্তি প্রিয় বন্ধুরা সেই পর্যন্ত ভালো থাকুন আর জানতে থাকুন বিভিন্ন তথ্য।
Stay Home, Stay Safe.
~shahiL.
Thursday, September 10, 2020
Filled Under: Freelancing, MS_Office, tips, windows
*Windows Setup from HDD*
Posted by:
Graphic Mania
- 12:34 AM
Share
What's Related?
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment